মৌসুমী কেন মালয়েশিয়া যাচ্ছেন
চিত্রনায়িকা মৌসুমী মানেই যেন নতুন কিছু। ভিন্ন ধরনের কাজ তিনি সব সময়ই দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করেন। সবশেষ পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’ ছবিতে অভিনয় করেন ঢালিউডের জনপ্রিয় তারকা মৌসুমী। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন আনিসুর রহমান মিলন। এ ছবির পর এবার নতুন একটি অনুষ্ঠানে দর্শকরা মৌসুমীকে সামনে দেখতে পাবেন। আগামী মাসে শুরু হচ্ছে মাহে রমজান। আর এই রমজানকে ঘিরে বিভিন্ন টিভি চ্যানেলে নির্মাণ হবে নানা অনুষ্ঠান। প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী ‘কুইক রেসিপি’ নামে ভিন্নধর্মী একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন এবার।
এর শুটিংয়ে কয়েকদিন পরই মালয়েশিয়া ছুটবেন তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, রান্নার অনুষ্ঠান হলেও ‘কুইক রেসিপি’র বিষয়বস্তু একটু ভিন্ন। মালয়েশিয়ায় যেসব বাঙালি থাকেন তাদের খাবারের রেসিপি কেমন স্বাদের হয়, ভিন্নতা কি থাকে তা এ অনুষ্ঠানে আমার মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন। এ ছাড়া আ...