Monday, December 23
Shadow

Tag: যৌনকর্মীদের

যৌনকর্মীদের সঙ্গে মিশে গেলেন শিমু!

যৌনকর্মীদের সঙ্গে মিশে গেলেন শিমু!

Cover Story, Entertainment
স্কুল মাস্টার বাবার আদরের মেয়ে শিমু পড়ালেখা শেষ করে গ্রাম থেকে শহরে আসে চাকরির পরীক্ষা দিতে। ঢাকায় এসে নিজের চাচার বাসায় ওঠার কথা থাকলেও গিয়ে দেখে সেখানে তালা দেয়া। এতো বড় শহরে কোথায় থাকবে সে বুঝে উঠতে পারেনা। অত:পর একজন রিক্সওয়ালার সাহায্যে বহু কষ্টে একটা কমদামী হোটেল ভাড়া নেয় এক রাতের জন্য। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে পতিতা সন্দেহে ধরে নিয়ে যায়। এরপর নিজেকে আপ্রাণ চেষ্টা করে থানা থেকে ছাড়িয়ে পরীক্ষা দিতে যায় শিমু। কিন্তু ততোক্ষনে যা হবার হয়ে গেছে। পত্রিকায় যৌনকর্মীদের এহজন হিসেবে ছবি চলে এসেছে তার। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘একাকী একটি মেয়ে’। আনিসুল হকের উপন্যাস ‘একাকী একটি মেয়ে’ অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরী। যৌথভাবে পরিচালনা করেছেন নীলিমা দোলা ও রজত তন্ময়। এতে স্কুলমাস্টারের আদরের মেয় শিমুর চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। আরও অভিনয় করেছেন সম...

Please disable your adblocker or whitelist this site!