রংপুরের খবর : বিদ্যুৎ সংযোগের দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ
রংপুরের খবর : নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার রাত ৭টার দিকে অবরোধ শুরু করেন তারা। এসময় সড়ক দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে রাত ৯টার দিকে সংযোগ সচল হলে অবরোধ তুলে নেয় তারা।
শিক্ষার্থীদের অভিযোগ রবিবার দিনভর ঘন ঘন লোডশেডিং এবং বিকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্রাবাসের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় ছাত্ররা সড়ক অবরোধ করে। রাত ৯টা পর্যন্ত সড়ক অবরোধ চলে। পরে বিদ্যুৎ আসায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল সচল হয়।
অবরোধে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ মিয়া বলেন, যেহেতু এই এলাকায় শিক্ষার্থীরা থাকেন সুতরাং সব সময় এই ...