রিজিয়া পারভীন Archives - Mati News
Saturday, January 24

Tag: রিজিয়া পারভীন

‘আমি বহুবার সরাসরি তাদের আবেগ দেখেছি’ :  রিজিয়া পারভীন

‘আমি বহুবার সরাসরি তাদের আবেগ দেখেছি’ : রিজিয়া পারভীন

Cover Story, Entertainment
‘আমি বহুবার সরাসরি তাদের আবেগ দেখেছি’ : রিজিয়া পারভীন নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন রিজিয়া পারভীন । চলচ্চিত্রে ও প্লেব্যাকে তার করা গান ধারাবাহিকভাবে প্রশংসিত হয়েছে। তবে এতটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরও ক্লান্ত নন রিজিয়া পারভীন । বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এ সংগীত তারকা। তবে দেশে নয়, এখন তিনি আমেরিকায় রয়েছেন। সেখানে গত কয়েক দিনে বেশ কিছু শোতে অংশ নিয়েছেন। এর বাইরে নিজের একক অ্যালবাম নিয়েও ব্যস্ত রয়েছেন রিজিয়া। আমেরিকা থেকেই এ শিল্পী মুঠোফোনে কথা বলেন মানবজমিনের সঙ্গে। নিজের বিভিন্ন কাজকর্ম নিয়ে আলাপ করেন তিনি। তার কাছে প্রথমেই জানতে চাওয়া হয়, সব মিলিয়ে কেমন আছেন? দিনকাল কেমন কাটছে? রিজিয়া উত্তরে বলেন, বেশ ভালো। আমেরিকায় চলতি সময়টা উপভোগ করছি। কারণ এখানে গান নিয়েই আমার ব্যস্ততা চলছে। বিভিন্ন শোতে অংশ নিচ্ছি। এইতো। আমেরিকায় প্রবাসীদের আয়োজিত অ...