ফারিয়া : এবার নতুন রূপে পহেলা বৈশাখ পালন করবো
ফারিয়া : এবার নতুন রূপে পহেলা বৈশাখ পালন করবো
এই বৈশাখ আর সেই বৈশাখের মধ্যে তফাত আছে। গত বৈশাখে অভিনেত্রী শবনম ফারিয়া ছিলেন একা। এবার অপুর সঙ্গে জোড় বেঁধেছেন, হয়েছেন সংসারী। অভিনয়ের পাশাপাশি নিজের নতুন বাড়ি সাজাতেও দারুণ ব্যস্ততার মধ্যে আছেন তিনি। এত সবের ফাঁকেও আমাদের জন্য সময় বের করলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী ফারিয়া।
১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শবনম ফারিয়া। বর হারুনুর রশীদ, সবার কাছে পরিচিত অপু নামে। তাঁদের বিয়ের অনুষ্ঠানের ছবি আর ভিডিও ফেসবুকে অনেক আলোচিত হয়। এখনো বিয়ের পরের সেই ‘নতুন নতুন’ আমেজটা কাটেনি। নতুন সংসারে নতুন বাড়ি গোছানোর ঘোরে সারা দিন অস্থির হয়ে আছেন ফারিয়া। কাজের ফাঁকেও মাথায় ঘোরে তাঁর কোন ঘরটা কীভাবে সাজাবেন। কেমন হবে তার ক্লজেট। ফারিয়ার এসব ভাবনার কথা জানালেন নিজেই।
আড্ডার শুরুতেই শবনম ফারিয়ার কাছে জানতে চাই, বিয়ের পর কতটা বদলেছেন তিনি, কতটা বদ...