Monday, December 23
Shadow

Tag: সারা আলির

সারা আলির পাশে থাকছেন না সইফ…!

সারা আলির পাশে থাকছেন না সইফ…!

Cover Story, Entertainment
সারা আলির এখনও পর্যন্ত প্রায় সব কাজেই বাবা সইফ আলি খানকে পাশে পেয়েছেন। কিন্তু সে নিয়মের ব্যতিক্রম হতে চলেছে এ বার। সইফকে আর পাশে পাচ্ছেন না তিনি। কিন্তু সারা কী এমন কাজ করলেন, যাতে সারা আলির পাশে থাকছেন না সইফ? বাবার কোনও অপছন্দের কাজ কি করে ফেললেন মেয়ে? না! এর মধ্যে কোনও গসিপ নেই। কারণ সারা সত্যিই সইফকে পাশে পাচ্ছেন না, তবে তা তাঁর আসন্ন ছবির জন্য।   কার্তিক আরিয়ান এবং সারা আলি খানকে নিয়ে নতুন একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলি। সে ছবির ঘোষণা আগেই করেছেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল, সে ছবিতে অভিনয় করবেন সইফও। কিন্তু নিজেকে ওই প্রজেক্ট থেকে নাকি সরিয়ে নিয়েছেন অভিনেতা।   ২০০৯-এ ইমতিয়াজ তৈরি করেছিলেন রোম্যান্টিক কমেডি ‘লভ আজ কাল’। তারই সিক্যুয়েলের জন্য সম্ভবত সারা-কার্তিকের জুটির কথা ভেবেছেন পরিচালক। শোনা গিয়েছিল, কার্তিকের বাব...

Please disable your adblocker or whitelist this site!