পথে ঘাটে হেনস্তার শিকার হচ্ছেন? সাহায্য করবে অ্যাপ !
পথে ঘাটে হেনস্তার শিকার হচ্ছেন? সাহায্য করবে অ্যাপ !
পথে ঘাটে হেনস্তার হাত থেকে বাঁচাতে হাত বাড়িয়ে দিল ভারতীয় এয়ারটেল। এফআইসিসিআই লেডিস অর্গানাইজেশনের (এফএল) সহযোগিতায় এয়ারটেল রবিবার লঞ্চ করল মোবাইল অ্যাপ্লিকেশন। যার নাম 'মাই সার্কেল'। কোনও সমস্যা বা আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হলে নারীদের সাহায্য করবে এয়ারটেলের এই অ্যাপ। ১৩টি ভাষায় পরিবার বা বন্ধুদের কাছে পাঠানো যাবে মেসেজ।
এয়ারটেলের বিবৃতিতে জানা যায়, 'শুধু এয়ারটেল নারী গ্রাহকরাই এই সুবিধা পাবেন এমনটা নয়, অন্যান্য যেকোনো নেটওয়ার্ক পরিষেবা থেকেই এই অ্যাপলিকেশন কার্যকর হবে। 'মাই সার্কেল' অ্যাপ্লিকেশনের মাধ্যমে নারীরা ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, পাঞ্জাবি, বাংলা, উর্দু, আসমিয়া, ওড়িয়া এবং গুজরাটিসহ ১৩টি ভাষায় তাদের পরিবার বা বন্ধুদের কাছে এসওএস সতর্কতা পাঠাতে পারবেন।'
আরো পড়ুন : বিশ্বে ...