সুনিল শেঠি Archives - Mati News
Monday, December 15

Tag: সুনিল শেঠি

মেয়ের ছবিতে হস্তক্ষেপ করতে গিয়ে…

মেয়ের ছবিতে হস্তক্ষেপ করতে গিয়ে…

Cover Story, Entertainment
সুনিল শেঠির মেয়ে আতিয়া শেঠি। বাবার পথ ধরে মেয়ের সিনেমায় মেয়ে পা রেখেছে আগেই। সম্প্রতি অভিযোগ উঠেছে সুনিল শেঠি মেয়ে আতিয়া শেঠি ছবিতে কী করবেন সেটা নিয়ে হস্তক্ষেপ করছেন। আথিয়া শেঠির  আগামী সিনেমা ‘মোতিচুর চাকনাচুর’  এর নির্মাতারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। যাতে বলা হয়েছে, অভিনেত্রীর বাবা সুনীল শেঠি এই প্রকল্পে হস্তক্ষেপ করছেন। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেয়ের হয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও অধিকার সুনীলের নেই এবং এক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করলে তা নিজস্ব ঝুঁকিতে গোপনীয়তা লঙ্ঘন হিসেবেই বিবেচিত হবে। মুম্বাই মিররে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রের সহ-প্রযোজক রাজেশ এবং কিরণ ভাটিয়া এই প্রকল্পের প্রতিটি বিষয়ের একমাত্র চূড়ান্ত কর্তৃপক্ষ এবং সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। সুনীল শেঠিকে যখন এই পাবলিক নোটিশ সম্পর্কে জানতে চাওয়া তখন তিনি ‘আমি সঠিক সময়ে কথা বলব।’ বলে জানিয়েছিলেন...