চোখ খুলে কাঁদলেন সুবীর নন্দী
চোখ খুলে কাঁদলেন সুবীর নন্দী
উন্নত চিকিৎসার জন্য তিন দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন সুবীর নন্দী আজ শুক্রবার চোখ খুলেছেন। একমাত্র মেয়েকে দেখে চোখে পানি চলে আসে। সিঙ্গাপুর থেকে জানালেন মেয়ে ফাল্গুনী নন্দী।
ফাগুনী নন্দী বলেন, ‘আজ সকালে চিকিৎসকেরা আমাকে বলেছেন, বাবুর (বাবা সুবীর নন্দীকে বাবু বলেই ডাকেন) জ্বর নিয়ন্ত্রণে এসেছে। আজ এমআরআই করার কথা রয়েছে। সবার কাছে বাবুর জন্য দোয়া চাই।’
বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন তিনি। আজ দুপুরে প্রথম আলোকে বললেন, ‘ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সুবীরের মস্তিষ্কের ক...