স্কাইপে একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল
একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল করার সুযোগ চালু করেছে স্কাইপে । এ জন্য বাড়তি কোনো ঝামেলাও পোহাতে হবে না। বর্তমানের মতো বন্ধুদের নাম নির্বাচন করলেই তাদের কাছে ভিডিও কলে যোগ দেওয়ার আমন্ত্রণবার্তা চলে যাবে। আগ্রহীরা সম্মতি দিলেই সরাসরি গ্রুপ ভিডিও কলে যোগ দিতে পারবে। ফলে ফিচারটি কাজে লাগিয়ে যেকোনো প্রতিষ্ঠান আরো বেশি কর্মীর সঙ্গে ভার্চুয়ালি মিটিং করতে পারবে। স্কাইপের হালনাগাদ সংস্করণ কাজে লাগিয়ে এই সুবিধা মিলবে। এর আগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ জনের সঙ্গে ভিডিও কল করার সুযোগ মিলত স্কাইপে।
উল্লেখ্য, মার্চ মাস থেকে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করছিল মাইক্রোসফট।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : দ্য ভার্জ...