Sunday, January 12
Shadow

Tag: স্বস্তিকা

আমার বয়ফ্রেন্ড চূড়ান্ত লেভেলে লাকি হবে : স্বস্তিকা

আমার বয়ফ্রেন্ড চূড়ান্ত লেভেলে লাকি হবে : স্বস্তিকা

Cover Story, Entertainment
আমার বয়ফ্রেন্ড চূড়ান্ত লেভেলে লাকি হবে : স্বস্তিকা স্বস্তিকা দত্ত একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। 'পারব না আমি ছাড়তে তোকে' চলচ্চিত্রে বনি সেনগুপ্তের এবং কৌশানী মুখোপাধ্যায় বিপরীতে অভিনয়ের মাধ্যেমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ২০১৫ সালে। রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সাফল‍্য পায় দর্শক মহলে। ধীরে ধীরে সুবাস ছড়াতে থাকেন এই অভিনেত্রী। টিনএজে বর্ণিল জগতে পা রাখা এই অভিনেত্রী কথা বললেন নিজের ফেম, কাজ ও জীবন যাপন সম্পর্কে। স্বস্তিকা বলেন, এখনও সেভাবে ফেমটা আসেনি। এখনও আমি মানুষের সঙ্গে কীভাবে মিশতে হয় সেটা শিখছি। অনেক না হলেও কয়েকটা কাজ তো করেছি ইন্ডাস্ট্রিতে। আমার মনে হয়, আমাকে মানুষ খুব ভালোবাসছে, কিন্তু ফেম সেভাবে আসেনি। তবে আমি কোনওদিন ‘ফেম’ শব্দটা ব্যবহার করব না, ‘ভালোবাসা’ শব্দটা ব্যবহার করব। একটু একটু প্রবলেম হয় যখন মানুষ খুব বেশি ভালবাসতে শুরু করে দেয়। মাঝে মা...