হাঁপানি রোগের লক্ষণ ও প্রতিকার
হাঁপানি রোগের লক্ষণ ও প্রতিকার
দেশজুড়ে নিশ্বাস ফেলছে বিষাক্ত বাতাস। ঢাকা হোক বা নিজের প্রিয় শহর ধুলোধোঁয়ায় জর্জরিত শহরগুলির চালচিত্র একই।
ফল ভুগছেন শহরবাসী। পাল্লা দিয়ে বাড়ছে হাঁপানি ।
শুধু দূষণই নয়, অনেকেই বংশহগত কারণে ক্রনিক হাঁপানির শিকার। কারও ক্ষেত্রে আবার অ্যালার্জি ডেকে আনছে রোগকে। কীভাবে বুঝবেন হাঁপানির শিকার আপনি? কী ভাবেই বা লড়বেন প্রাথমিক লড়াই। রইল বিশেষজ্ঞর পরামর্শ।
হাঁপানির লক্ষণ
শ্বাসপ্রশ্বাসে হুইসেলের শব্দ
ঘন ঘন শ্বাস পড়া
মুখ ও অন্য যে কোনও গ্রন্থিতে অস্বাভাবিক ঘাম
কথা বলতে সমস্যায় পড়া
একটানা কাঁশি
বুকে কফ জমে থাকা
ঘরোয়া প্রতিকার
গরম চা হাঁপানির টানে উপশমের কাজ করে। তবে দুধ চা নৈব নৈব চ। অ্যাসিড রিফ্লাক্স দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেয় হাঁপানির টান। চলতে পারে গ্রিন টি বা লিকার চা।
গরম স্যুপেও মেলে উ...