Avengers Endgame Archives - Mati News
Monday, December 15

Tag: Avengers Endgame

অ্যাভেঞ্জার্স  এন্ডগেম প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১৮ টিকিট

অ্যাভেঞ্জার্স এন্ডগেম প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১৮ টিকিট

Cover Story, Entertainment
অ্যাভেঞ্জার্স এন্ডগেম প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১৮ টিকিট বিখ্যাত মারভেল কমিকসের অ্যাভেঞ্জার্স সিরিজের সর্বশেষ সিনেমা ‘ অ্যাভেঞ্জার্স  এন্ডগেম ’ নিয়ে দুনিয়াজুড়ে বইছে তুমুল ঝড়। এটি মুক্তি পেয়েছে গত ২৬শে এপ্রিল। মুক্তির আগে থেকেই ছবিটি দেখার জন্য টিকিট বুকিংয়ের লড়াইয়ে নেমেছেন ভক্তরা। গোটা বিশ্বের পাশাপাশি সে লড়াইয়ে শামিল হয়েছেন উপমহাদেশের মারভেল কমিকসের ভক্তরাও। আর দর্শকদের এমন চাহিদার মুখে তাই ভারতের মাল্টিপ্লেক্সগুলোতে ২৪ ঘন্টা জুড়ে বিরতিহীনভাবে প্রদর্শনী চলছে ‘ অ্যাভেঞ্জার্স এন্ডগেম ’র। ভারতের সিনেমার টিকিট বুকিং দেয়ার ওয়েবসাইট ‘বুক মাই শো’র তথ্য অনুযায়ী জানা যায়, রাত ৩টাতেও থাকছে ছবিটির শো। আরো জানা যায়, প্রতি সেকেন্ডে ছবিটির ১৮টি টিকিট বিক্রি হচ্ছে। ভারতের আইন অনুযায়ী রাত ১২টার পর আর কোনো শো রাখার নিয়ম না থাকলেও এই ছবির ক্ষেত্রে সে নিয়ম শিথিল করা হয়েছে। ভারতের বক্স অফিস বিশ্লেষক...