how to tie a tie Archives - Mati News
Friday, December 5

Tag: how to tie a tie

টাইয়ের যত নট

টাইয়ের যত নট

Default
আপনি কেমন মানুষ, তা বলে দিতে আপনার টাই বাঁধা এর ধরন নেকটাইটাও যথেষ্ট। কোনোটি দেখা গেল ভীষণরকম চকচক করছে, সাথে মার্কারের আঁকিবুকি দাগ অথবা কাটা পাথর বা পম পম জুড়ে দেওয়া; আবার আরেকটা হতে পারে আগা থেকে গোড়া পর্যন্ত বিভিন্ন স্পোর্টস টিমের লোগোয় ভরপুর। কিছু আবার খুব সাধারণ নেভি ব্লুর সঙ্গে সমান দূরত্ব বজায় রাখা লাল স্ট্রাইপ। এর একটি টাই বাঁধা দিয়ে হয়তো পিতৃত্ব বোঝায়, আরেকটি টাই বাঁধা দিয়ে বোঝাতে পারে খেলাপ্রেমী কিংবা প্রথার বাইরে যান না এমন ব্যক্তি; একটি নেকটাই কিন্তু তাৎক্ষণিকভাবেই একজন পুরুষের ব্যক্তিত্বের ছটা প্রকাশ করে দেয়। পুরুষদের জন্য আনন্দের খবরটা হলো, প্রায় প্রতিটি কিংবা বলা যায় যেকোনো অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা টাই এর নট রয়েছে। এর মাঝে অনেকগুলোর কথা হয়তো আপনি কখনই শোনেননি। সঠিক নটটি বেছে নিন এবং সবার মনোযোগ কাড়ুন। এলড্রেজ নট সন্দেহ নেই, এটা একটা বিশেষ ধরনের নট। আরো অজস্র ...