চীনের তৈরি চাঁদের পোশাকের নকশা প্রকাশ
চাঁদে চীনা নভোচারীদের জন্য চীনের তৈরি স্পেসস্যুটের নকশা প্রকাশ করেছে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)। শনিবার দক্ষিণ-পশ্চিম চীনের ছংছিং শহরে অনুষ্ঠিত তৃতীয় স্পেসসুট প্রযুক্তি ফোরামে এ নকশা উন্মোচন করা হয়।
সংস্থাটি বলেছে, ২০২০ সাল থেকে স্পেসসুটের প্রকল্পটি হাতে নেওয়া হয়। ক্রমাগত সাফল্যের ধারাবাহিকতায় এটি সম্পন্ন হয়েছে এবং স্পেসস্যুটটির নমুনা তৈরি ও যাচাইকরণ এখনও পরিচালিত হচ্ছে।
হালকা ওজন, ছোট আকার, উচ্চ নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতাসহ নিরাপত্তার নানা দিক বিবেচনায় তৈরি করা হয়েছে পোশাকটি।
সিএমএসএ প্রকাশিত ভিডিও দেখা যায়, স্পেসসুটটি বিশেষ এক ধরনের প্রতিরক্ষামূলক ফ্যাব্রিক দিয়ে তৈরি যা চাঁদের তাপমাত্রা, পরিবেশে এবং ধূলিকণার বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দেবে।
চাঁদের স্বল্প মাধ্যাকর্ষণ পরিবেশে সহজে নড়াচড়ার কথা মাথায় রেখে পোশাকটি তৈরি করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে আছে নতুন প্রযুক্তি...