আসল বন্ধু নাকি নকল বন্ধু? চিনবেন কী করে?
অনেকেই আমাদের মঙ্গলকামী হিসেবে মনে হলেও, প্রকৃতপক্ষে সবাই এমন নাও হতে পারে। এমনকি যারা নিজেদের আমাদের বন্ধু বলে দাবি করেন, তাদের মধ্যেও অনেকেই আসল বন্ধু নন। এদের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রাখলে কেবল হতাশা ও বিশ্বাসহীনতার শিকার হতে হয়। তাই সঠিক মানুষ চেনার জন্য মনোবিজ্ঞানীরা পাঁচটি লুকানো চিহ্ন শেয়ার করেছেন, যা প্রমাণ করে একজন সত্যিকারের বন্ধু নন।
১. তাদের সাথে সময় কাটিয়ে ক্লান্ত অনুভব করেন
যে বন্ধুরা ভান করে বন্ধুত্ব করে, তাদের সঙ্গে সময় কাটালে মানসিকভাবে ক্লান্তি অনুভব হয়। আপনার শরীর এবং স্নায়ুব্যবস্থা এমন মানুষের সান্নিধ্যে স্বস্তি অনুভব না করলে তা ইঙ্গিত দেয়। নিজের অনুভূতির প্রতি খেয়াল রাখুন এবং তা অনুসরণ করুন।
২. তারা আপনাকে নিয়ে আগ্রহী নয়
যখন আপনি আপনার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন, তখন তারা মনোযোগ দেয় না। বরং, তাদের নিজস্ব স্বার্থ ছাড়া আপনাকে নিয়ে উৎসা...