বসন্ত ফেঁসে গেছে!
বসন্তকে আসার জন্য বৈশাখের মতো এসো এসো বলে ডাকতে হয় না। বসন্ত আসা-যাওয়া করে তার মর্জিমতো। কারও জীবনে একটু তাড়াতাড়ি আসে, কারও বা আসেই না। বসন্তের সুলুকসন্ধানে নেমেছেন নন্দিতা সাবরিনা
কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, ফুল ফুটুক আর না ফুটুক...। ফুল না ফুটলে বসন্তকে মেনে নেবে তো আজকের ভাইরাল সমাজ? একটা ফুলও ফোটেনি, এ আবার কীসের বসন্ত! ‘ভুয়া’ দুয়োধ্বনি দিয়ে বসন্তকে এলাকাছাড়া করা হোক! ওইরকম দুচারটা গোলাপ-গাঁদা সারাবছরই ফোটে। পলাশ, শিমুল ফোটেনি? ভালো কথা, কোনটা পলাশ কোনটা শিমুল? আচ্ছা, এবারের বসন্ত কত তারিখে পড়েছে যেন? ওহ, গত চার বছর ধরেই তো পহেলা ফাল্গুন মানে ১৪ ফেব্রুয়ারি। আহা! ১৪ তারিখ! ভালোবাসার দিবস। ভালোবাসার চৌদ্দ গুষ্টি উদ্ধারেরও দিবস। যতই হলুদ, কমলা মেখে সেজেগুজে বের হোন, ভ্যালেনটাইনীয় প্রশ্নের তীর ছুটে আসবেই। সুতরাং, মুখে যতই বলুন বসন্ত এসে গেছে, পঞ্জিকা সংস্কারের খপ্পরে পড়ে ব...