Thursday, March 20

Tag: tripti Dimri

তৃপ্তি ডিমরি পারভীন বাবির চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন

তৃপ্তি ডিমরি পারভীন বাবির চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন

Entertainment, Glamour
‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করা তৃপ্তি ডিমরি এর আগে ‘লैলা মজনু’, ‘বুলবুল’ ও ‘কলা’র মতো সিনেমায় শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। এবার শোনা যাচ্ছে, তিনি নারীকেন্দ্রিক সিনেমায় আরো গভীরভাবে প্রবেশ করতে চান এবং ৭০ ও ৮০-এর দশকের বলিউড তারকা পারভীন বাবির বায়োপিকে অভিনয় করতে আগ্রহী। রিপোর্ট অনুযায়ী, তিনি এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর না করলেও এরই মধ্যে চরিত্র নিয়ে গবেষণা শুরু করেছেন। জানা গেছে, এই বায়োপিকটি নেটফ্লিক্স সিরিজ হিসেবে নির্মিত হবে এবং পরিচালনা করবেন শোনালি বোস। তৃপ্তি ডিমরি ইতোমধ্যেই পারভীন বাবির জীবন সম্পর্কে বিস্তারিত জানার প্রস্তুতি নিচ্ছেন। এক সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, “তিনি পারভীন বাবির তারকাখ্যাতি অর্জন থেকে শুরু করে ব্যক্তিগত সংগ্রামের দিকগুলো গভীরভাবে অনুধাবন করছেন। যদিও এখনো চুক্তিতে স্বাক্ষর করেননি, তবে তার প্রস্তুতির গভীরতা...

Please disable your adblocker or whitelist this site!