ওষুধ তৈরিতে কোয়ান্টাম কম্পিউটিংয়ে নতুন সাফল্য চীনের - Mati News
Friday, December 5

ওষুধ তৈরিতে কোয়ান্টাম কম্পিউটিংয়ে নতুন সাফল্য চীনের

কোয়ান্টাম এজ-এনকোডিং প্রযুক্তি ব্যবহার করে ওষুধের অণুর বৈশিষ্ট্য নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়ায় বড় অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। সোমবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি এ খবর প্রকাশ করেছে।

হফেই-ভিত্তিক স্টার্টআপ অরিজিন কোয়ান্টাম এই প্রযুক্তি তৈরি করেছে চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও হেফেই কমপ্রিহেনসিভ ন্যাশনাল সায়েন্স সেন্টারের ইনস্টিটিউট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতায়। এটি বিশ্বের প্রথম কোয়ান্টাম-এম্বেডেড গ্রাফ নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি ওষুধের অণুর বৈশিষ্ট্য পূর্বাভাস ব্যবস্থা।

ওষুধ উদ্ভাবনে সঠিকভাবে অণুর বৈশিষ্ট্য জানা প্রার্থী-ওষুধ দ্রুত বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গ্রাফ নিউরাল নেটওয়ার্ক অণুকে বিশ্লেষণ করে পরমাণুকে ‘বিন্দু’ আর রাসায়নিক বন্ধনকে ‘রেখা’ হিসেবে বিবেচনা করে। বিদ্যমান কোয়ান্টাম অ্যালগরিদম পরমাণু ভালোভাবে প্রক্রিয়া করলেও, রাসায়নিক বন্ধন প্রক্রিয়ায় সীমাবদ্ধ ছিল।

গবেষক দল একটি নতুন আর্কিটেকচার ডিজাইন করেছেন, যা কোয়ান্টাম এজ ও কোয়ান্টাম নোড এম্বেডিং পদ্ধতি একত্রে ব্যবহার করে। ফলে প্রথমবারের মতো পরমাণু ও রাসায়নিক বন্ধন—দুটিই একসঙ্গে কোয়ান্টাম স্তরে প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়েছে।

এই সাফল্য অণুর আচরণ পূর্বাভাসের নির্ভুলতা বাড়িয়েছে এবং ওষুধ আবিষ্কারের দক্ষতা উন্নত করেছে। দলটি অরিজিন উখং কোয়ান্টাম কম্পিউটার-এ পরীক্ষা চালিয়ে প্রমাণ করেছেন, বর্তমানের নয়েজযুক্ত কোয়ান্টাম হার্ডওয়্যারগুলোও স্থিতিশীল মডেলে পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম।

গবেষণার বিস্তারিত প্রকাশ হয়েছে জার্নাল অব কেমিক্যাল ইনফরমেশন অ্যান্ড মডেলিং–এ।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *