Saturday, April 12

কলকাতায় ব্যাবসা বাড়াবে মেডিকাবাজার

অনলাইনে চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম বিক্রয়কারী সংস্থা মেডিকাবাজার এবার কলকাতায় নিজেদের ব্যবসা সম্প্রসারণে জোর দেবে। সংস্থার পক্ষ থেকে কলকাতায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানানো হল। সংস্থার তরফে বলা হয়, পশ্চিমবঙ্গ সরকারের নীতির উপর ভর করে স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল বদল এসেছে।
এই পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসা প্রতিষ্ঠানগুলি নিজেদের চাহিদামতো কম খরচে মেডিকাবাজার থেকে উন্নত মানের চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম কিনতে পারবে। এখানে রয়েছে ১ লক্ষেরও বেশি পণ্যের সমাহার। কেনা সরঞ্জাম সরাসরি প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে চিকিৎসা খরচ।
সংস্থার সিইও বিবেক তিওয়ারি জানান, আমরা কলকাতায় নিজেদের উপস্থিতি আরও জোরদার করে তুলতে চাই। এই শহরে হাব তৈরি করলে পশ্চিমবঙ্গ সহ গোটা উত্তর-পূর্ব ভারতে স্বাস্থ্য সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজটি সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *