বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্লোবাল অ্যারোসল-মেটিওরোলজি ফোরকাস্টিং সিস্টেম তৈরি করেছে চীন, যা সারা বিশ্বে ধুলিঝড়ের পূর্বাভাস আগের চেয়ে দ্রুত ও নির্ভুলভাবে দেবে।
সম্প্রতি চায়না মেটিওরোলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের (সিএমএ) লানচৌ ইনস্টিটিউট অব অ্যারিড মেটিওরোলজিতে অনুমোদন পাওয়ার পর সিস্টেমটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
ধুলিঝড়ের পূর্বাভাস দেওয়া আবহাওয়াবিজ্ঞানের জটিল ক্ষেত্রগুলোর একটি। কারণ ধুলার জমাট বাঁধা, উড়ে চলা ও কণার স্বভাব বেশ পরিবর্তনশীল। আরও অনেক কিছুই এতে প্রভাব ফেলে।

চীনের তৈরি এআই-চালিত অ্যারোসল-মেটিওরোলজি কাপলড মডেল ৫৪টি মূল প্যারামিটার বিশ্লেষণ করে এক মিনিটেরও কম সময়ে পাঁচ দিনের পূর্বাভাস দিতে পারে।
প্রচলিত প্রযুক্তি অ্যারোসল-মেটিওরোলজি কাপলিং-এ ধুলা, পিএম ২.৫ কণা ও বায়ুকণাকে তাপমাত্রা, বাতাসের গতি ও চাপের সঙ্গে বিশ্লেষণ করা হয়। প্রচলিত মডেলে এ দুই অংশ আলাদা করে গণনা করা হয়, ফলে পারস্পরিক প্রভাব সঠিকভাবে ধরা যায় না।
চীনের প্রযুক্তিটি এই সীমাবদ্ধতা দূর করে ধুলার নির্গমন, ছুটে চলা ও গতিপ্রকৃতি বিশ্লেষণ করতে পারে। এ মডেলে আবহাওয়ার পাশাপাশি ধুলা, সালফেট ও ব্ল্যাক কার্বনসহ বিভিন্ন কণার ঘনত্বের তথ্যও পাওয়া যায়।
সূত্র: সিএমজি




















