তাজপুরের সমুদ্রে দর্শনা …সঙ্গে কে?
খোলামেলা লাল গাউনে সমুদ্রে এক পুরুষের সঙ্গে দর্শনা। দু’জনের নৈকট্য নিয়ে গুজব ছড়ালেও একটা মিউজিক অ্যালবামের জন্য এই প্রথম কাজ করলেন দর্শনা। আর কাজ করেই বাজিমাৎ।
এক সপ্তাহের মধ্যে মিউজিক ভিডিয়োর এক মিলিয়ন থুরি দশ লক্ষ ভিউয়ারশিপ। ও পার বাংলার ইমরান মহমদুলের গানের ভিডিয়ো মানেই নানা চমক। লোকেশনে বৈচিত্র ও রোমান্টিক ‘মেঘের ডানায়’ গানটি প্রকাশের পরেই দর্শকের তা মন কেড়েছে।
গানটি দেখে হাজারও প্রশংসামূলক মন্তব্য করেছেন দর্শক। এ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ নাফিস। গানটিতে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে আছেন মধুমন্তী বাগচী।
দেশের জনপ্রিয় মডেলদের পাশাপাশি এর আগে কলকাতার নায়িকা কৌশানী, মৌমিতা হারিকে নিয়ে মিউজিক ভিডিয়ো করেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা গায়ক ইমরান। এ বার ইমরানের গানের মডেল হলেন কলকাতার সু-পরিচিত মডেল অভিনেত্রী দর্শনা বণিক।
‘‘এত গ্ল্যামারাস মজার রোম্য...














