শুটিংয়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি!
করোনা মহামারির কারণে দীর্ঘ সাত মাস সব ধরনের শুটিং বন্ধ ছিলো। ধীরে ধীরে নিউ নরমালে আবার শুরু হয়েছে সিনেমা, ওয়েব ফিল্ম, নাটক, মিউজিক ভিডিওর শুটিং। পরিস্থিতি একটু স্বাভাবিক তাই চারিদিকে এখন শুটিংয়ের হিড়িক! কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব শুটিংয়ে কতোটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধি?
ইতোমধ্যে শুটিংয়ে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন অনেক অভিনয়শিল্পী, পরিচালকসহ অন্যরা। তাদের মধ্য অপূর্ব, তাহসান, তানজিন তিশা, স্পর্শিয়া, পরিচালক মুহাম্মদ মুস্তাফা কামাল রাজসহ অনেকেই আছেন।
হয়তো শুটিংয়ে অংশ নিতে গেলে এতোসব মানা কঠিন হয়ে যায়। কারণ অভিনয়ের সময়ে তো আর মুখে মাস্ক পরা সম্ভব নয়। এমনটা দাবি করেছেন শুটিং সংশ্লিষ্ট অনেকেই। সরেজমিনে শুটিং স্পটে গিয়ে দেখা গেছে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করছেন কেউ কেউ। কিন্তু, খুব যে মানা সম্ভব হচ্ছে তা না। কারণ, একটা পর্যায়ে গিয়ে তার সম্ভব হয় না।
নিউ নরমালে শুটিং শেষ হয়েছে ...













