Thursday, January 2
Shadow

আসল বন্ধু নাকি নকল বন্ধু? চিনবেন কী করে?

অনেকেই আমাদের মঙ্গলকামী হিসেবে মনে হলেও, প্রকৃতপক্ষে সবাই এমন নাও হতে পারে। এমনকি যারা নিজেদের আমাদের বন্ধু বলে দাবি করেন, তাদের মধ্যেও অনেকেই আসল বন্ধু নন। এদের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রাখলে কেবল হতাশা ও বিশ্বাসহীনতার শিকার হতে হয়। তাই সঠিক মানুষ চেনার জন্য মনোবিজ্ঞানীরা পাঁচটি লুকানো চিহ্ন শেয়ার করেছেন, যা প্রমাণ করে একজন সত্যিকারের বন্ধু নন।

fake friend

১. তাদের সাথে সময় কাটিয়ে ক্লান্ত অনুভব করেন

যে বন্ধুরা ভান করে বন্ধুত্ব করে, তাদের সঙ্গে সময় কাটালে মানসিকভাবে ক্লান্তি অনুভব হয়। আপনার শরীর এবং স্নায়ুব্যবস্থা এমন মানুষের সান্নিধ্যে স্বস্তি অনুভব না করলে তা ইঙ্গিত দেয়। নিজের অনুভূতির প্রতি খেয়াল রাখুন এবং তা অনুসরণ করুন।

২. তারা আপনাকে নিয়ে আগ্রহী নয়

যখন আপনি আপনার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন, তখন তারা মনোযোগ দেয় না। বরং, তাদের নিজস্ব স্বার্থ ছাড়া আপনাকে নিয়ে উৎসাহী হয় না। প্রকৃত বন্ধুরা আপনার পছন্দ-অপছন্দ নিয়ে যত্নশীল হন এবং আপনার চিন্তা বা আবেগের মূল্য দেন।

৩. আপনার সাফল্যে খুশি হতে পারে না

আপনার সাফল্যে খুশি হওয়ার বদলে, ভুয়া বন্ধুরা ঈর্ষান্বিত হয়ে থাকে। তারা তিক্ত মন্তব্য বা কৌতুকের আড়ালে তাদের অসন্তোষ প্রকাশ করে।

৪. তারা গঠনমূলক সমালোচনা করে না

ভুয়া বন্ধুরা সমালোচনা করে আপনাকে ছোট করতে বা আপনার অগ্রগতি থামাতে। বিপরীতে, প্রকৃত বন্ধুরা আপনার ভুল ধরিয়ে দিয়ে আপনার উন্নতিতে সাহায্য করে এবং সমস্যার সমাধান খুঁজতে সহায়তা করে।

৫. সবসময় নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে

আপনার কথা বলার সময়ও তারা আলোচনার কেন্দ্রবিন্দু হতে চায় এবং নিজেদের নিয়ে কথা বলতে শুরু করে। এটি তাদের লুকানো ঈর্ষার পরিচায়ক।

সঠিক বন্ধু নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল মানুষের সঙ্গে সম্পর্ক রাখার চেয়ে একা থাকা ভালো। সুতরাং, আপনার চারপাশের মানুষদের মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন এবং তাদের প্রভাব সম্পর্কে সচেতন থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!