Monday, March 17

আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে চীনের নিজস্ব গরুর জাত

চীনের নিজস্ব গরুর জাত ‘হুয়াসি ক্যাটল’ এবার আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে। লাওসের সঙ্গে এক গবাদি পশু প্রজনন সহযোগিতা প্রকল্পের আওতায় জাতটি প্রথমবারের মতো বিশ্ব-বাজারে আসবে বলে শুক্রবার জানিয়েছে চীনের কৃষি বিজ্ঞান একাডেমি।

এই সপ্তাহে ভিয়েনতিয়ানে স্বাক্ষরিত চুক্তির আওতায় চীন ১ লাখ ডোজ হিমায়িত বীর্য এবং ১০টি ব্রিডিং ষাঁড় লাওসে রপ্তানি করবে।

চার দশকের গবেষণার ফল ‘হুয়াসি ক্যাটল’। এর বৃদ্ধির গতি বেশি, উন্নতমানের মাংস দেয় এবং প্রতিকূল পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারে। পূর্ণবয়স্ক একেকটি হুয়াসি ষাঁড়ের ওজন ৯০০ কেজি পর্যন্ত হতে পারে।

চীনের ১২টি প্রদেশে এখন পর্যন্ত প্রায় ২৩ হাজার ৪০০টি হুয়াসি গরুর জন্ম হয়েছে। এর জন্য আধুনিক ডাটাবেস, উন্নত প্রজনন খামার এবং ষাঁড় কেন্দ্রগুলোর সমন্বিত নেটওয়ার্ক কাজ করছে বলে জানিয়েছে একাডেমি।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *