গাছের জন্য সেরা জৈব টোটকা - Mati News
Friday, December 5

গাছের জন্য সেরা জৈব টোটকা

মুহাম্মদ শফিকুর রহমান

organic fertiliser with peanut, mustard and onion

শখের বসে যারা ছাদকৃষি করেন। বেলকনিতে একটু গাছ লাগান। বিষমুক্ত উপায়ে সবজি খেতে চান। তারা প্রায়ই যে সমস্যায় পড়েন সেটা হলো গাছের বৃদ্ধি ভালো হচ্ছে না। গাছ নেতিয়ে পড়ছে। ফুল, ফল ঝরে যাচ্ছে। সেভাবে ফুল ফল আসছে না। এই সমস্যা নিমিশেই দুর হবে। যদি আপনি নিচের জৈবটি সাত দিন পর পর দিতে পারেন। গাছের জন্য যতগুলো উপাদান প্র্রয়োজন। প্রায় সবই এখানে আছে। জৈব বিধায় একটু বেশী দেয়া হয়ে গেলেও ৰতি হবে না।

উপকরণ: ১০০ গ্রাম কালো সরিষা, ১০০ গ্রাম চিনা বাদাম, ১০০ গ্রাম পেঁয়াজের খোসা।

যা করতে হবে: ১ লিটারের তিনটি পাত্রে কালো সরিষা, বাদাম, পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখতে হবে সাত দিন। সাত দিন পর এই জৈবর সাথে দশ লিটার পানি মিশিয়ে গাছের মাটিতে দিতে হবে। লক্ষ রাখতে জৈব দ্রবণটি যেন পাতলা হয়। বৃষ্টির সময় এটি দেওয়া যায় না। দেওয়ার আগে গাছের গোড়ার মাটি একটু খুঁচিয়ে নিলে ভালো হবে।

কেঁচো সার পানিতে ভিজিয়ে রেখে তা গাছের গোড়ায় দিলে গাছ দ্রুত বড় হবে। বিশেষ করে চারা গাছের জন্য এটি খুবই কার্যকর। কেঁচো সার সাত দিন ভেজাতে হবে। এ সারে কিছু এনজাইম, রেডিমেড ফুড আছে, যা গাছের খুব উপকার করে।

পটাশ গাছকে শক্তপোক্ত করে। ফুল, ফল ঝরে যাওয়া কমায়। কলার ছোলায় ভালোই পটাশ থাকে। কলার ছোলা ভিজিয়ে সে পানি গাছের গোড়ায় দেয়া যেতে পারে।

লেখক : এসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস অপারেশনস

ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড, বনানী, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *