class="post-template-default single single-post postid-24045 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর

বাছাই করা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। বিসিএস সহ অন্য যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষ করে সরকারি ব্যাংকের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেক। পরের পর্বে আরো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে।

আপডেট পেতে যোগ দিন এই গ্রুপে

সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠিত হয়?

1948 সালে

ছয় দফা কর্মসূচির মূল বক্তব্য কী ছিল?

পূর্ব বাংলার স্বায়ত্তশাসন

বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে

2 মার্চ 1971

বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করে?

17 এপ্রিল 1971

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

কর্নেল এম এ জি ওসমানী

বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয়?

16 ডিসেম্বর 1972

ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

1921

বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন?

যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান

আইএমএফ এর সদর দপ্তর কোথায়?

ওয়াশিংটন

জাতিসংঘ সনদ কত সালে কার্যকর হয়?

1945 সালে

বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?

শ্রীমাভো বন্দরনায়েকে

আন্তর্জাতিক পাট সংস্থার সদর দপ্তর কোথায়?

ঢাকা

ফিলাটেলি শব্দটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?

ডাক বিভাগ

g7 ভুক্ত এশিয়ার দেশের নাম কি?

জাপান

ইন্টারপোল কি?

আন্তর্জাতিক পুলিশ সংগঠন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?

5

লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলে?

ফ্লোরেন্স নাইটিঙ্গেল

ওয়ার্ল্ড ওয়াচ কি?

ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা

জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন?

মিয়ানমার

আন্তর্জাতিক শ্রম অফিস এর সদর দপ্তর কোথায়?

জেনেভা

পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

ইন্দোনেশিয়া

সিলেট কোন নদীর তীরে অবস্থিত?

সুরমা

ক্রীতদাসের হাসি কার লেখা?

শওকত ওসমান

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি কার লেখা?

আব্দুল গাফফার চৌধুরী

অমিত্রাক্ষর ছন্দের আবিষ্কার করেন কে?

মাইকেল মধুসূদন দত্ত

আধুনিক অলিম্পিকের সূচনা হয় কত সালে?

1896

মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর আগের নাম কি ছিল?

ক্যাসিয়াস ক্লে

বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?

ব্রজেন দাস

ওয়েলথ অফ নেশনস কে লিখেছেন?

অ্যাডাম স্মিথ

মুদ্রানীতির মূল লক্ষ্য কি?

দ্রব্যমূল্যের স্থিতিশীলতা

এখন মৌলিক পদার্থের সংখ্যা কত?

118টি

পর্যায় সারণির সর্বশেষ মৌলিক পদার্থ কী?

ওগানেসন

মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায়?

ভিটামিন এ

কোন সালে প্রথম নভোযান আকাশে পাঠানো হয়?

1957

উপমহাদেশের বিজ্ঞানীদের মধ্যে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন?

সি ভি রমন

উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?

21 জুন

দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?

22 ডিসেম্বর

এক মিটারে আনুমানিক কত ইঞ্চি?

39

প্রথম পারমাণবিক বোমা কবে ফাটানো হয়?

1945 সালে

টেলিফোন আবিষ্কার করেন কে?

আলেকজান্ডার গ্রাহাম বেল

চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!