
ফলের মাছি পোকা হর্টিকালচার শিল্পের জন্য একটি বড় বাধা। বিশেষত, এই পোকা সংক্রমণের কারণে বাংলাদেশের আমসহ বিভিন্ন ফলের আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাধাগ্রস্ত হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মঞ্জুর খান এ সমস্যার সমাধানে নতুন ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’ উদ্ভাবন করেছেন, যা কোনো রাসায়নিক বা পানি ছাড়াই কার্যকরভাবে মাছি পোকা দমন করতে পারে।
নতুন প্রযুক্তির বৈশিষ্ট্য:
কোনো কীটনাশক বা পানি প্রয়োজন নেই
লিউর ব্যবহার করে পুরুষ পোকাকে আকৃষ্ট করা হয়
পোকা ট্র্যাপে ঢুকলে আর বের হতে পারে না
একবার কিনলে ৫ বছর পর্যন্ত ব্যবহার করা সম্ভব
প্রতি ট্র্যাপ তৈরিতে খরচ মাত্র ৫০ টাকা
প্রচলিত পদ্ধতির চেয়ে কেন ভালো?
সাধারণ ট্র্যাপের কার্যকারিতা কম – বাংলাদেশে প্রচলিত ট্র্যাপে সাবান-পানি ব্যবহার করা হয়, যা দীর্ঘমেয়াদে কম কার্যকর।
নতুন ট্র্যাপ বেশি কার্যকর ও দীর্ঘস্থায়ী – এতে লিউর দীর্ঘদিন কার্যকর থাকে, ফলে পোকা দমন সহজ হয়।
খরচ কম, পরিবেশবান্ধব – কম খরচে দীর্ঘমেয়াদি ব্যবহার সম্ভব এবং পরিবেশের কোনো ক্ষতি হয় না।
সফলতা ও আন্তর্জাতিক স্বীকৃতি
ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সম্মেলনে এ প্রযুক্তির কার্যকারিতা প্রশংসিত হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে গবেষণা চলছে, যাতে নিরাপদ আম উৎপাদন নিশ্চিত করা যায়।
গবেষক জানান, এ ট্র্যাপের বাণিজ্যিক উৎপাদন শুরু হলে কৃষকরা সহজেই এটি ব্যবহার করতে পারবেন, কীটনাশকের ব্যবহার কমবে এবং ফসলের গুণগত মান বজায় থাকবে।
এখন প্রয়োজন সরকারি-বেসরকারি পর্যায়ে পেটেন্ট ও স্বীকৃতি, যাতে এ প্রযুক্তি বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিতরণ করা যায়।