Saturday, April 20
Shadow

টবের টমেটো গাছে কোন সার কতটুকু দেবেন

টবে অনেকেই টমেটোর চাষ করেন শখ করে। টবে টমেটো চাষের জন্য যদি সাধারণ দোআঁশ মাটি ব্যবহার করে থাকেন তবে সার প্রয়োগ করতে হবে। অবশ্য যদি টবের জন্য স্পেশাল রেডিমিক্স মাটি ব্যবহার করেন তবে বাড়তি সার খুব একটা প্রয়োগ করতে হয় না। রেডিমিক্স মাটি অর্ডার করতে পারবেন এই পেইজে

 

টবে টমেটো চাষে সার প্রয়োগের মাত্রা

  • টবের মাঝখানে চারা থাকলে তার চারপাশে ৫-৬ ইঞ্চি দূরে ২ ইঞ্চি গভীর করে মাটি সরিয়ে নিন।
  • এরপর ২০ গ্রাম ডেপ/টিএসপি সার ছিটিয়ে দিন।
  • এরপর ৩০ গ্রাম ইউরিয়া ছিটিয়ে দিন।
  • এরপর লাল রঙের পটাশ সার (এমওপি) দিন ২০ গ্রাম।
  • বালাইনাশক পোরাডান ছিটিয়ে দিতে পারেন খুব অল্প পরিমাণে- ৫ গ্রাম।
  • এরপর জিপসাম সার দিন ৫ গ্রাম।
  • সার দেওয়ার পর মাটি দিয়ে ঢেকে দিন ও ২ পিন পর পানি দিন। 

টবে টমেটো চাষে সার প্রয়োগে চারপাশে এভাবে মাটি সরিয়ে নিন

এর বাইরে সিলভামিক্স নামের একটি স্লো রিলিজিং সারের ট্যাবলেটও ব্যবহার করা যায়।

তবে টবে টমেটো চাষ করতে রাসায়নিক সার ব্যবহার এড়াতে চাইলে ব্যবহার করুন শুকনো গোবরের মিহি গুঁড়ো। এই গোবরের গুঁড়া পাবেন নিকটস্থ নার্সারিতে। খরচ পড়বে কেজিতে 15-20 টাকা।

আবার চাইলে আরও উন্নত ও অর্গানিক ভারমি কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। ভারমি কম্পোস্টও অর্ডার করতে পারবেন এই পেইজে। কুরিয়ারসহ খরচ পড়বে ২৫ কেজি ৫০০ টাকা।

টবের টমেটো গাছে সার দেবেন কী করে?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!