শীতে কোথায় বেড়াতে যাবেন?
যেখানেই যান না কেন স্বাস্থ্যগত নিরাপত্তার কথা মাথায় রাখুন। সঙ্গে রাখুন একাধিক মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার। বারবার পানির বোতল না কিনে বরং একটি বোতল ব্যবহার করুন এবং নির্দিষ্ট জায়গায় সেটি ফেলুন। তাতে পানির বোতলের জন্য হওয়া পরিবেশদূষণ কম হবে। সচেতন থাকুন স্থানীয় মানুষের স্পর্শকাতর অনুভূতি নিয়ে, স্থানীয় সংস্কৃতি আর পরিবেশ নিয়ে।
শীত মানেই বছরের শেষ আর ঘোরাঘুরির শুরু। যাঁরা সারা বছর ব্যস্ত থাকেন চাকরি কিংবা অন্যান্য কাজের সূত্রে, তাঁদের অনেকেই বছরের এই শেষ সময়ে ছুটি পেয়ে থাকেন। সেই ছুটিতে ঘোরাঘুরিরও পরিকল্পনা থাকে অনেকের। সে পরিকল্পনা বাস্তবায়ন করতেই অনেকে দুরু দুরু বুকে বাক্সপেটরা গোছাতে শুরু করেন পাহাড়-অরণ্য-সমুদ্র দর্শনের জন্য। কেউ আবার গ্রামে চলে যান কুয়াশাঘেরা নীরব সময় কাটাতে। যদিও আজকাল প্রায় সব ঋতুতেই কমবেশি মানুষ বেড়াতে যায়, তবে সেটা এখনো অতটা ব্যাপক আকারে নয়।
এবার সারা বিশ্বে যে ম...














