পয়সা থাকলেও খাবেন না থাকলেও খাবেন এ হোটেলে
সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় নেমে সাংবাদিক আকরামুল ইসলামের খোঁজ করলাম। ‘গরীবে নেওয়াজ’ তিনি ভালো চেনেন। তাঁর বাইকে চেপেই সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক ধরে প্রায় ১০ মিনিট গেলাম। সড়কের এক ধারে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগ, আরেক ধারে একাডেমিক ভবন। আরেকটু পরেই দেখলাম লাল রঙের একটি সাইনবোর্ড। লেখা—গরীবে নেওয়াজ। তারপর আরো লেখা—তেল মাথায় দেন, গামছা নেন, গোসল করেন, ভাত খান, পয়সা থাকলেও খাবেন, না থাকলেও খাবেন।
হোটেলটি ছোটখাটো। ঘর টিনের। বড়জোর সাত-আটজন মানুষ একসঙ্গে বসে খেতে পারেন। টেবিল একটাই। সেটি ঘিরে কয়েকটি চেয়ার। খাবার রাখার আলমারি আছে আর আছে একটি টেলিভিশন।
যে কারণে পয়সা ছাড়া
হোটেলের মালিক আব্দুর রশিদ সরদারের কাছে জানতে চাইলাম, পয়সা না থাকলেও খাওয়ান কেন? বললেন, ‘কে কখন কোন বিপদে পড়ে, তার কথা কারোর জানা নেই। এখানে অনেকেই আসেন রোগী সঙ্গে করে। গরিব মানুষ তাঁরা। তাঁদের ফ্রি ...












