ফলে গেল একিলিসের ভবিষ্যদ্বাণী ! (দেখুন ভিডিও)
রাশিয়া বিশ্বকাপ শুরুর অনেক আগেই ভবিষ্যদ্বাণী করতে অফিসিয়াল জ্যোতিষি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল একিলিসকে। তার কাজ ছিল বিশ্বকাপের ম্যাচগুলোতে জয়ী দল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা। এই একিলিস কোনো দরবেশ বাবা নন; একটি সাদা বিড়াল! নিজের কাজে যে সে কোনো গাফিলতি করে না তার প্রমাণ পাওয়া গেল ২১তম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। একিলিসের ভবিষ্যদ্বাণী অনুসারেই সৌদি আরবকে ৫-০ গোলে বিধ্বস্ত করল স্বাগতিক রাশিয়া।
অক্টোপাস 'পল', হাতিদের নিয়ে ২০১০ বিশ্বকাপ থেকে ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করে আসছে আয়োজক দেশগুলো। ২০১০ সালের বিশ্বকাপে বেশকয়েকটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করে সুনাম কুড়িয়েছিল অক্টোপাস পল। পলের মত একইভাবে ভবিষ্যদ্বাণী করে অ্যাকিলিস। পলকে দুটি বাক্সে খাবার দেয়া হতো। দুটি বাক্সে প্রতিযোগী দুই দেশের পতাকাও থাকত। ভবিষ্যদ্বাণীর জন্য পল প্রথম যে বাক্স থেকে খাবার গ্রহণ করতো সে দলই ম্যাচ জিতবে- এভাবেই সাজানো হয়েছে...