ব্যাটম্যান : সুপারহিরোদের রাজা
ধ্রুব নীল : তিন সুপারহিরোর দেখা হয়ে গেল। সুপারম্যান, স্পাইডারম্যান আর ব্যাটম্যান ।
সুপারম্যান: তোদের সবার চেয়ে আমার শক্তি বেশি। আমি উড়তে পারি। ফুঁ দিলেই টর্নেডো শুরু হয়ে যায়।
স্পাইডারম্যান: কতক্ষণ আর উড়বে ভায়া, হাত থেকে সুতো ছুড়ে তোমাকে এমন বাঁধা বাধবো, এক চুলও নড়তে পারবে না। তখন দেখবো কী করে সুপারহিরোগিরি কর।
ব্যাটম্যান: এসব গাঁজাখুরি আর কদ্দিন। মানুষের পক্ষে ওড়া সম্ভব না। আর কারো কবজির ভেতর আস্ত একটা স্পিনিং মিল ঢুকিয়ে দেয়া সম্ভব নয় যে, যত খুশি সুতো বের করতে পারবে। আমাকে দেখো, অতি সাধাসিধে মানুষ আমি। নিজের বুদ্ধি, পরিশ্রম আর যন্ত্রপাতি তৈরি করে সুপারহিরো হয়েছি। আমার দেখাদেখি বাস্তবে চাইলে যে কেউ ব্যাটম্যান হতে পারবে। আর তোমরা তো পারবে কেবল সিনেমা আর কমিকের পাতায় বাহাদুরি ফলাতে। এভাবেই বাকি দুই জনকে চুপ করে দিয়ে বিশ্বসেরা সুপারহিরোর খেতাব জিতে নিলো ব্যাটম্যান।
এবার শোনা যাক কমিকের প...












