মানসিক সমস্যা মানেই পাগল নয়: ডা. হেলাল উদ্দিন আহমেদ
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমাদের অন্য চিকিৎসক বন্ধুদের সঙ্গে রোগীদের দেখা হলে সেখানেই তারা চিকিৎসকের সঙ্গে হাসিমুখে কথা বলেন, কোন ওষুধ খাবেন, কোন ওষুধে তার পার্শ্ব-প্রতিক্রিয়া হচ্ছে ইত্যাদি। কেবল ব্যতিক্রম আমি। আগের রাতে যে মানুষটি নানান সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন, পরেরদিন রাতে এক বিয়ের অনুষ্ঠানে তিনি আমাকে দেখে পালিয়ে গিয়ে বসলেন অন্য একটি খাবার টেবিলে। যেন তিনি আমাকে চেনেনই না। কারণ,আমার সঙ্গে কথা হলে অন্যরা বুঝে ফেলবেন যে তিনি আমার কাছে এসেছিলেন। তাকে আমি ওষুধ দিয়েছি। তা হলে তো মানুষ তাকে পাগল বলবেন। কারণ তিনি পাগলের ডাক্তারের কাছে এসেছিলেন।…ঠিক এখানেই আমাদের সমস্যা, এই মানসিকতাটাই আমাদের বদলাতে হবে। মানসিক সমস্যা মানেই যে পাগল নয়, এটা সমাজকে বোঝানো খুব জরুরি। বলছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ। বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎ...