রিয়াজুল হকের কলাম : পিতাদের নিঃসঙ্গতা এবং আর্থিক সংকট
রিয়াজুল হকের কলাম
বিষয়টা নিয়ে হয়ত অনেকের ভাবার সময়ই হয়না। পিতা খুব সম্ভবত পৃথিবীর সবচেয়ে দায়িত্বশীল এবং নিঃসঙ্গ মানুষের নাম। যার কাজই হচ্ছে পরিবারের সকলের সব ধরণের চাহিদা পূরণ করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়া। যাদের জন্য সারাটা দিন পরিশ্রম করা হয়, তাদের সাথে মন খুলে কথা বলারও সুযোগ থাকে না। সুযোগ না থাকার অভাবে একটা সময় সন্তানরাও বাবাকে খুব রিজার্ভ মনে করা শুরু করে। কিছুটা দূরত্ব তৈরী হয়। প্রয়োজন হলে যেন সন্তানরা কাছে আসে। আর বাবা ডাকলে সন্তানরা কাছে আসে, ঠিক যেন এমসিকিউ পরীক্ষায় উত্তর দেওয়ার মতো। এখানে সস্তানদের দোষ দেওয়া হচ্ছে না। আসলে পরিস্থিতি এমনটা তৈরী করে দিয়েছে। মায়েরা সন্তান, সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর বাবা ব্যস্ত থাকে পরিবারের জন্য আয় রোজগার করার জন্য। তবে আজকের এই লেখাটা মূলত মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য প্রযোজ্য।...