ইনার মঙ্গোলিয়ায় রেকর্ড পরিমাণ গরুর মাংস উৎপাদন - Mati News
Friday, January 23

ইনার মঙ্গোলিয়ায় রেকর্ড পরিমাণ গরুর মাংস উৎপাদন

আফরিন মিম

২০২৫ সালে চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে গরুর মাংস উৎপাদন রেকর্ড পরিমাণে পৌঁছেছে। 

আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর অঞ্চলটিতে মোট ১০ লাখ ২০ হাজার টন গরুর মাংস উৎপাদিত হয়েছে, যা দেশটির মধ্যে সর্বোচ্চ।

এই পরিমাণ চীনের মোট গরুর মাংস উৎপাদনের প্রায় ১২ দশমিক ৭ শতাংশ। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে সারা দেশে মোট গরুর মাংস উৎপাদন হয়েছে ৮০ লাখ ১০ হাজার টন, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেশি।

ইনার মঙ্গোলিয়া ২০২০ সালে পূর্ব চীনের শানতোং প্রদেশকে পেছনে ফেলে দেশের সবচেয়ে বড় গরুর মাংস উৎপাদক অঞ্চলে পরিণত হয়। এরপর থেকে টানা শীর্ষ অবস্থান ধরে রেখেছে অঞ্চলটি।

আঞ্চলিক কৃষি ও পশুপালন বিভাগ জানায়, ২০২৫ সালে ইনার মঙ্গোলিয়ায় গবাদিপশুর সংখ্যা ছিল প্রায় ৮৭ লাখ ৩০ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *