চীনের লম্বা চুলের ইয়াও জাতি - Mati News
Sunday, December 14

চীনের লম্বা চুলের ইয়াও জাতি

লম্বা,কালো চুলের জন্য বিখ্যাত চীনের ইয়াও জাতিগোষ্ঠীর নারীরা। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লংশেং কাউন্টির হুয়াংলুং গ্রামে বাস করেন তারা।

গেল কয়েক বছরে এই গ্রাম কাপড় বুনন, নাচ এবং লম্বা চুলের যত্নেরঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসছেন পর্যটকরা। স্থানীয় সংস্কৃতি পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ২ লাখ ৭৪ হাজার ৮০০ পর্যটক ভ্রমণ করেছেন এই গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *