জাপানি সামরিকতাবাদের পুনরুত্থান ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান চীনের - Mati News
Saturday, January 10

জাপানি সামরিকতাবাদের পুনরুত্থান ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান চীনের

জানুয়ারি ৯, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক সম্প্রদায়কে জাপানি সামরিকতাবাদের পুনরুত্থান ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।

বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং বলেন, জাপান সরকার ও দেশটির কিছু কর্মকর্তার সাম্প্রতিক সামরিক তৎপরতা ও বক্তব্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সমালোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

চাং বলেন, অতীতের যুদ্ধাপরাধের জন্য অনুশোচনা প্রকাশ ও সামরিক ক্ষেত্রে সংযম দেখানোর পরিবর্তে জাপান নানা অজুহাত দাঁড় করিয়ে দ্রুত সামরিক সম্প্রসারণে এগোচ্ছে। তিনি অভিযোগ করেন, টোকিও ধ্বংসাত্মক অস্ত্র রপ্তানি করছে এবং বৈশ্বিক বিরোধিতা উপেক্ষা করে পারমাণবিক অস্ত্র নিয়ে কথাবার্তাও বলছে।

তার ভাষায়, এসব কর্মকাণ্ড জাপানের ডানপন্থী শক্তির প্রকৃত উদ্দেশ্য—পুনরায় সামরিকীকরণ ও সামরিকতাবাদকে জীবিত করে তোলা আরও স্পষ্ট করে তুলেছে।

চাং বলেন, ‘শান্তিপ্রিয় সব দেশ ও জনগণের উচিত জাপান সরকারের গোপন উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকা, একযোগে জাপানি সামরিকতাবাদের পুনরুত্থান রোধ করা।’

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *