চীনের তাইওয়ানকে কেন্দ্র করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিতর্কিত ও ভুল মন্তব্যের জেরে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে জাপানের অ্যানিমে শিল্প। চীনের বাজারে জাপানি অ্যানিমেশনের ক্রমবর্ধমান সাফল্য এই রাজনৈতিক উত্তেজনার কারণে রাতারাতি থমকে গেছে।
ইতোমধ্যেই চীনে দুটি জাপানি অ্যানিমে চলচ্চিত্রের মুক্তি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। চীনের বাজারের জন্য অপেক্ষমাণ এবং মুক্তি না পাওয়া অন্যান্য সব জাপানি অ্যানিমে প্রকল্পের কাজও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
গত ১৪ নভেম্বর মুক্তি পাওয়া জাপানি ছবি ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা’ চীনে মুক্তির প্রথম দিনে যেকোনো জাপানি ছবির চেয়ে সবচেয়ে বেশি বক্স অফিস আয় করেছিল। কিন্তু তাকাইচির বিতর্কিত মন্তব্যের কারণে ছবিটির আয় নাটকীয়ভাবে কমে যায়।
তাকাইচির মন্তব্যের পর খেলনা ও পোশাকসহ বিভিন্ন বাণিজ্যিক চুক্তি ও সহযোগিতা—সবই থমকে গেছে। এমনকি অ্যানিমেভিত্তিক থিম প্রদর্শনীও বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক উস্কানির কারণে সৃষ্ট অচলাবস্থা জাপানের অ্যানিমে খাতে বিনিয়োগকারীদের আস্থায়ও চিড় ধরিয়েছে।
সূত্র: সিএমজি বাংলা





















