জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক : চীনের বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ ও ব্যাপক তুষারপাত শুরু হওয়ায় পরিস্থিতি মোকাবিলা করতে দ্রুত ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির প্রশাসন।
রাজধানী বেইজিংয়ে বছরের প্রথম তুষারপাতের পর রাতারাতি নগরজুড়ে ব্যাপক তৎপরতা চালানো হয়। প্রধান সড়ক, সেতু ও আবাসিক এলাকা সচল রাখতে হাজার হাজার পরিচ্ছন্নতাকর্মী এবং তুষার অপসারণকারী যান মোতায়েন করা হয়। যান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সেতু ও র্যাম্পের মতো গুরুত্বপূর্ণ স্থানে সীমিত ও লক্ষ্যভিত্তিক বরফ গলানোর রাসায়নিক ব্যবহার করা হয়েছে।

হুবেই ও হ্যনান প্রদেশে রোববার নিম্ন তাপমাত্রা, বৃষ্টি, তুষার ও বরফজনিত দুর্যোগ সহায়তায় ৪ নম্বর জরুরি প্রতিক্রিয়া চালু করা হয়েছে।
শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে পর্যটন খাতেও। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শায়ানসি প্রদেশের বিখ্যাত মাউন্ট হুয়াশানসহ একাধিক পার্বত্য পর্যটন এলাকায় ভারী তুষারপাতের পূর্বাভাসের কারণে সাময়িকভাবে হাইকিং রুট বন্ধ ঘোষণা করা হয়েছে।
উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল রেকর্ড করা হয়েছে চরম ঠাণ্ডা । পরিবহন ব্যবস্থা সচল রাখা, স্বাভাবিক উৎপাদন বজায় রাখা, গবাদিপশু ও সাধারণ মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে- স্থানীয় সরকার।
এছাড়া কানসু প্রদেশে তুষারপাত ও তাপমাত্রা হ্রাসের কারণে এক্সপ্রেসওয়ের কিছু অংশে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সড়ক খোলা রাখতে আগাম জরুরি সরঞ্জাম ও তুষার অপসারণ দল প্রস্তুত রাখেছে কর্তৃপক্ষ।
পূর্ব চীনের আনহুই প্রদেশে রোববার তুষারঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়। সোমবার ভারী তুষারপাতের আশঙ্কায় প্রদেশের কয়েকটি শহরে সোমবার ও মঙ্গলবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।




















