নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গবেষকরা পূর্ব হিমালয় অঞ্চলে ভূকম্পন কার্যকলাপের মূল প্রক্রিয়া উদ্ঘাটন করেছেন, যা এই পর্বতমালার ভূকম্পন ঝুঁকি ও সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। সম্প্রতি ন্যাশনাল সায়েন্স রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে এ গবেষণার বিস্তারিত।
হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষে। এর মধ্যাঞ্চলের ভূমিকম্প সৃষ্টির কারণ সম্পর্কে বিজ্ঞানীরা তুলনামূলকভাবে পরিষ্কার ধারণা পেলেও পূর্বাংশের জটিল টেকটোনিক গঠন এতদিন প্রায় অনাবিষ্কৃতই ছিল।
চীনের বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব টিবেটান প্লাটো রিসার্চের গবেষকরা সম্প্রতি পূর্ব হিমালয়ে স্থাপিত নতুন ব্রডব্যান্ড সিসমিক অ্যারের তথ্য ব্যবহার করে অঞ্চলটির চাপক্ষেত্র ও প্লেটের গঠন বিশ্লেষণ করেন।
গবেষণায় দেখা যায়, ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী অঞ্চলটিতে উত্তর-দক্ষিণমুখী অনুভূমিক সংকোচন সবচেয়ে প্রবল। দক্ষিণ থেকে উত্তর দিকে বিস্তৃত এই এলাকায় ভারতীয় প্লেটের ভূত্বক-ম্যান্টল সীমানায় নিম্ন-কোণীয় নিমজ্জন (লো অ্যাঙ্গেল সাবডাকশন) এবং ভারতীয় ভূত্বকের ভেতরে সমতল-ঢালু গঠন রয়েছে।
গবেষকরা জানান, এই উত্তর-দক্ষিণ সংকোচন এবং ভারতীয় প্লেটের কোমল নিমজ্জন প্রক্রিয়া একসঙ্গে মিলেই পূর্ব হিমালয়ে বৃহৎ ভূমিকম্প সৃষ্টি ও পর্বতমালার উচ্চতা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে পারে।





















