Sunday, January 5
Shadow

চূড়ান্ত সময়েও ঐশীকে দেখতে চান জেসিয়া

ঐশীআর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর বিশ্ববাসী জেনে যাবে, এবার কার মাথায় উঠবে বিশ্ব সুন্দরীর মুকুট। এখনো টিকে আছেন বাংলাদেশের প্রতিযোগী ঐশী, তাই তাঁর দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সবাই। গত বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন জেসিয়া ইসলাম। ঐশীর প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, ঐশী যেন প্রতিযোগিতার চূড়ান্ত সময়, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত মঞ্চে থাকতে পারেন, এই কামনাই করছেন। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেওয়ায় ঐশীর জন্য গর্বিত জেসিয়া।

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ অংশের অনুমোদিত আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এই প্রতিষ্ঠান দুই বছর ধরে বাংলাদেশে আয়োজন করছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। প্রথম আসরের বিজয়ী ছিলেন জেসিয়া ইসলাম, আর এবার ঐশী। গত বাছর সেরা চল্লিশে জায়গা করে নিয়েছিলেন জেসিয়া। এরপর হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে ছিটকে যান। কিন্তু সবাইকে চমকে দিয়ে ঐশী জায়গা করে নেন সেরা ত্রিশে। তাঁদের নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার কর্তৃপক্ষের মতে, গ্র্যান্ড ফিনালেতে ঐশীর জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাস গড়েছে।

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ায় চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের অনেকে খুশি। অনেকেই ফেসবুকে শুভকামনা জানিয়ে পোস্ট দিয়েছেন। ঐশীর জন্য শুভকামনা জানিয়েছেন গত বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের মেয়ে জেসিয়া ইসলাম। আজ শনিবার সকালে তিনি বলেন, ‘নিঃসন্দেহে এটা খুশির খবর। ঐশীর এই অর্জন বাংলাদেশের আরও অনেককে অনুপ্রাণিত করবে। বিভিন্ন দেশের সেরাদের মধ্যে আমাদের ঐশীও আছে, এটা কম কথা না! আমি মন থেকে চাই, ঐশী যেন একেবারে শেষ সময় পর্যন্ত মঞ্চে থেকে লড়ে যায়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর তার কিছু ভিডিওবার্তা দেখেছি, অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। ঐশী এরই মধ্যে দেশের মুখ উজ্জ্বল করেছে, এটা আমাদের জন্য অনেক। এরপর আরও কিছু যদি অর্জিত হয়, তা হবে বাড়তি পাওয়া।’

এদিকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ায় গতকাল শুক্রবার ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন ঐশী। সবার কাছে ভোট চেয়ে তিনি বলেন, ‘আমি দেশকে সম্মানের সঙ্গে যাতে উপস্থাপন করতে পারি, দোয়া করবেন। গ্র্যান্ড ফিনালে শুরুর আগ পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আমাকে ভালো অবস্থানে দেখতে আপনারা এখনো বেশি বেশি ভোট করতে পারেন। আগের নিয়মেই ভোটগ্রহণ চলছে। সবাই ভালো থাকবেন।’

ঐশীর এ অর্জনে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজও গর্বিত। প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্বপন চৌধুরী  বলেন, ‘গত বছর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম গ্র্যান্ড ফিনালেতে পৌঁছাতে পারেনি। তারপরও কিন্তু একটা ভালো অবস্থান করে নিয়েছিল। আমাদের প্রতিষ্ঠানের আয়োজনে দ্বিতীয় দফায় বাংলাদেশ পৌঁছে গেছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে। বাংলাদেশের পতাকা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতার মূল মঞ্চে তুলে ধরতে পেরে সম্মানিতবোধ করছি।’

আজ সন্ধ্যায় চীনের সানাই শহরে বসছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ওই মঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন ঐশী। এরই মধ্যে মিস ওয়ার্ল্ড নির্বাচনে চলছে ভোটিং। এ প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য ঐশীর এখন ভোট দরকার। তাঁকে সেরাদের সেরা করতে ভোট করা যাবে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে জুম টিভি।

জয়ার নতুন ছবি ‘ফুড়ুৎ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!