Thursday, April 24

আনুশকা বানসালির নায়িকা

আনুশকাশাহরুখ, আমির, সালমান—এই তিন ‘খান’-এর সবার নায়িকা হতে পারলেই বলিউডের এলিট ক্লাবে পৌঁছে যান অভিনেত্রীরা। অলিখিত এই শর্ত পূরণ হয়েছে আনুশকা শর্মার। ‘রব নে বানাদি জোড়ি’, ‘পিকে’ ও ‘সুলতান’-এ সহশিল্পী হিসেবে পেয়েছেন যথাক্রমে তিন খানকে।

অলিখিত শর্ত আছে আরেকটাও, ধ্রুপদি অভিনেত্রীর স্বীকৃতি পেতে হলে অভিনয় করতে হবে সঞ্জয়লীলা বানসালির ছবিতে! এই সুযোগটাও পেয়ে যাচ্ছেন আনুশকা। ‘রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবৎ’—বানসালি পরিচালিত সর্বশেষ তিন ছবিরই নায়িকা দীপিকা পাড়ুকোন। শোনা যাচ্ছে, পরের ছবিতে দীপিকার বদলে নেবেন আনুশকাকেই। ‘হাম দিল দে চুকে সনম’-এর ২০ বছর পর বন্ধু সালমান খানকে নিয়ে ফ্যামিলি ড্রামা বানাবেন বানসালি।

নাম ঠিক না হওয়া ছবিটিতেই নায়িকা হবেন আনুশকা। টাইমস অব ইন্ডিয়ার খবর, আনুশকাকে নায়িকা করার জন্য সালমানই বলেছিলেন পরিচালককে। ছবিটির শুটিং শুরু হবে নতুন বছরের মাঝামাঝি সময়ে। মুক্তি পাবে ২০২০ সালের রোজার ঈদে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *