ইসরাত পায়েল নতুন সম্পর্কে জড়িয়েছেন - Mati News
Sunday, December 14

ইসরাত পায়েল নতুন সম্পর্কে জড়িয়েছেন

ইসরাত পায়েলনতুন সম্পর্কে জড়িয়েছেন ইসরাত পায়েল। জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আজান খানের সাথে সম্পর্কে জড়িয়েছেন বাংলাদেশি এই উপস্থাপিকা। সম্পর্কও অনেকদূর গড়িয়েছে। ইতোমধ্যে আঙটিও বদল করেছেন তারা। একটি বিস্বস্ত সূত্র জানিয়েছে গত সেপ্টেম্বরেই তারা বিবাহ পূর্ব এনগেজমেন্ট পর্ব সেরে ফেলছেন।

এ বিষয়ে ইসরাত পায়েলের সাথে যোগাযোগ করলে তিনি প্রশ্ন এড়িয়ে গেছেন। সূত্র জানায়, ইসরাত পায়েল বেশ কিছুদিন ধরেই আজান খানের সাথে গোপনে প্রেম করছিলেন। গত সেপ্টেম্বরে প্রেমের টানে সম্প্রতি ইসরাত পায়েল যুক্তরাষ্ট্রও যান। একই মাসের ২৭ তারিখ আজান খান ও পায়েল আঙটি বদল করেন বলেও নিশ্চিত করে সূত্র।

এসব বিষয়ে মুখ খুলছেন না ইসরাত পায়েল। একটি সূত্র মারফত বেশকিছু ছবি পাওয়া গেছে। যেখানে তাদের ঘনিষ্ঠভকাবেই দেখা গেছে। সূত্র জানায়, শিগগির তারা বিয়ের পিড়িতে বসবেন। সেটা কবে? আগামী গ্রীষ্মের মধ্যেই বিয়ে সেরে ফেলবেন বলে অনুমান করা হচ্ছেন।

জানা গেছে, আজান খান খান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গাড়ি (কার) ব্যবসা করেন। বাংলাদেশের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *