Sunday, December 22
Shadow

ঋতুপর্ণা : ঘরের ভেতর সকল কাহিনি

ঋতুপর্ণা

কলকাতার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত৷ বাংলার নায়িকা যিনি হিন্দি ছবিতেও কাজ করেছেন৷ বাংলার চেনা মুখ হিসেবে নিজ দেশবাসীর কাছে বেশ পরিচিত এই নায়িকা৷ আর তাকেই কিনা আটকে থাকতে হয়েছিল একটি ঘরে৷ আটকে রেখেছিলেন অভিনেতা কৌশিক সেন! এমন খবরে তো অবাক হতেই হয়৷ আর এই ঘটনাটি কখনও কৌশিক সেনের বউকেও জানাননি কেউ! একেবারে চমকে ওঠার মতোই ঘটনা৷

এমনই চমকে ভরা সুমন ঘোষের ছবি বসু পরিবার। একেবারে ঘরোয়া এই ছবির গল্প। বাড়ি ফেরার গল্প নিজের ছবিতে বলেছেন সুমন৷ কিন্তু সেই বাড়ির মধ্যেই লুকিয়ে রয়েছে হাজারো কাহিনি, যা সব বাড়িতেই অল্প বিস্তর থাকে৷ ছবিতে অভিনয়ে করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, কৌশিক সেন প্রমুখ৷ পরিবারের সকলে জমায়েত হন পুরনো বাড়িতে আর সেখানেই উঠে আসে এক একজনের জীবনের এক এক সঙ্কটের গল্প৷

এই ছবিতে চাচাতো ভাইবোনের সম্পর্কে অভিনয় করেছেন ঋতুপর্ণা ও কৌশিকের৷ আর তাদের মধ্যেই এক অদ্ভুত সম্পর্কের রসায়ন ধরা পড়েছে৷ ছবির ট্রেলারেই যা স্পষ্ট৷ দেখুন ছবির ট্রেলারটি।

 

উত্তাপ ছড়িয়েই যাচ্ছেন পরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!