Monday, December 23
Shadow

আমার চমৎকার একজন জীবনসঙ্গী আছে : কোহলি

কোহলি আনুশকা

আমার চমৎকার একজন জীবনসঙ্গী আছে : কোহলি

বলিউড আর ক্রিকেটের দুর্দান্ত এক জুটি। যাকে বলে মণিকাঞ্চনযোগ। একজন ক্রিকেটে সেরা, অন্যজন অভিনয়ে। বিয়ের আগে এই আনুশকা শর্মার জন্যই কত ট্রল সহ্য করতে হয়েছিল বিরাট কোহলিকে। বলা হচ্ছিল, আনুশকা মাঠে যান বলেই নাকি কোহলির ফর্ম পড়তির দিকে। কিন্তু বাস্তব উদাহরণ দিয়ে ভারত অধিনায়ক প্রমাণ করেছেন যে, স্ত্রী ভাগ্যই তাকে বদলে দিয়েছে। এখন তিনি বিশ্বের সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান।

টানা ৬ ম্যাচ হারের পর শনিবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচ শেষে কোহলি জানান, বাজে সময়ে স্ত্রী আনুশকা শর্মাই হয়ে ওঠেন সবেচেয়ে বড় অনুপ্রেরণা। কোহলির ভাষায়, ‘আমি যখন বাজে সময়ের মধ্যে দিয়ে যাই, আনুশকা সব সময়ই প্রেরণা দেয়। আমাকে মানসিকভাবে ইতিবাচক রাখে। খেলার বাইরে নিজেদের মধ্যে সময় কাটানোটাও কাজে দেয়।’

দুই বছর আগে ২০১৭ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এর আগে একবার তাদের সম্পর্কে টানাপোড়েনের কথাও শোনা গিয়েছিল। কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে সংসার বেঁধেছেন দুজন। নিজের জীবনে স্ত্রীর অবদান নিয়ে কোহলি আরও বলেন, ‘আমার মনে হয়, গত দুই বছরে আমার জীবনে ঘটা সেরা ব্যাপারটি হচ্ছে বিয়ে। এটি আমার গোটা জগৎ বদলে দিয়েছে। আমার চমৎকার একজন জীবনসঙ্গী আছে। আনুশকা মানুষ হিসেবে দুর্দান্ত।’

শুধু এটুকুই নয়; আনুশকাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন, ‘আমি এর চেয়ে ভাগ্যবান আর হতে পারতাম না। আমার জীবনসঙ্গী আমার প্রতিটি পরিস্থিতি বোঝে। সে আমাকে বোঝে আমার জায়গায় নিজেকে বিচার করে। আমি সব সময়ই তার সঙ্গে সময় কাটানোর জন্য মুখিয়ে থাকি। আর এ ব্যাপারটিই আমাকে খারাপ সময় থেকে বেরিয়ে আসতে সহায়তা করে।’

 

https://www.youtube.com/watch?v=r0t64gzuqtg&t=4s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!