Monday, December 23
Shadow

মৃত্যু ডেকে আনছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট !

ওষুধ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট

 

মৃত্যু ডেকে আনছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট !

গবেষকরা মনে করেন, বুকজ্বালা,আলসার ও নানা রকমের পেটের সমস্যার জন্য যারা নিয়মিত ঔষধ খেয়ে থাকেন, তাদের কিন্তু মৃত্যুর সম্ভাবনা অনেক বেড়ে যায়। যারা এই ধরণের ঔষধ খেয়ে থাকেন, তাদের প্রোটোন পাম্প ইনহিবিটর (পিপিআই) বলা হয় এবং এদের আগামী পাঁচ বছরের মধ্যে মৃত্যুর সম্ভাবনা প্রায় ৫০% বেড়ে যায়।

সেন্ট ল্যুইতে ওয়াশিংন্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের এ্যাসিসটেন্ট প্রফেসর জিয়াদ আল-অ্যালাই বলেন, দীর্ঘদিন ধরে এই ধরেনর ওষুধ খেলে তা শরীরের পক্ষে বেশ ক্ষতিকারক”। গ্যাস্ট্রিকের ট্যাবলেট

প্রতি বছর যদি ৫০০ জন লোক পিপিআই ব্যবহার করে থাকেন তাহলে তাদের মধ্য প্রতিবারই একজন করে অতিরিক্ত লোকের মৃত্যু হয়ে থাকে। প্রফেসর আল-অ্যালাইয়ে দাবি করেছেন, লক্ষ লক্ষ যদি লোকেরা নিয়মিত পিপিআই-র ব্যবহার করে থাকেন, তাদের মধ্যে অনেকেই মারা যান। ফলে অবাঞ্ছিত মৃত্যুর সংখ্যা বেশ কয়েক হাজারে গিয়ে দাঁড়ায়।

নানারকম রোগের সম্পর্ক আছে এই পিপিআই-র সঙ্গে। যেমন কিডনির ক্ষতি হওয়া, হাড়ে ভাঙন ও স্মৃতিশক্তি লোপ পাওয়ার মত অনেক কিছুই এই ওষুধগুলির কারণে হতে পারে। বিএমজে পত্রিকায় প্রকাশিত এই গবেষণাটি করার জন্য বিশেষজ্ঞরা প্রায় ২,৭৫,০০০ পিপিআই ব্যবহারকারী এবং ৭৫,০০০ এমন মানুষকে অন্তর্ভুক্ত করেন, যারা প্রায় নিয়মিত এইচ ২ ব্লকার নামে এক ধরনের ওষুধ খেয়ে থাকেন। এই দুই ধরনের মানুষের উপরই বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এই পরিক্ষার রিপোর্ট অনুযায়ী, যারা পিপিআই ঔষধ বেশই মাত্রায় গ্রহণ করে থাকেন তাদের মৃত্যুর সম্ভাবনা অন্য দলটির তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!