Monday, December 23
Shadow

ঘূর্ণিঝড় ফণীর ভিডিও : তাণ্ডবে যা যা লুটিয়ে পড়লো

ঘূর্ণিঝড় ফণীর ঘূর্ণিঝড় ফণী ভারতে ফণীর ভারতে ‘ফণী’র প্রাথমিক তাণ্ডব চলছে

ঘূর্ণিঝড় ফণীর ভিডিও : তাণ্ডবে যা যা লুটিয়ে পড়লো

ফণীর তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশা। সকালে হানা দিল ঘূর্ণিঝড়। আর কয়েক ঘণ্টায় তার গ্রাসে চলে গেল গোটা এলাকা। তোলপাড় ভূবনেশ্বর, বালাসোর, ভদ্রক-সহ রাজ্যের একাধিক এলাকা।

ঘূর্ণিঝড়ের তান্ডবের একাধিক ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়েছে বিএসএনএল-র টাওয়ার।

কোথাও আবার উড়ে গেল বাড়ির ছাদে অস্থায়ী ছাউনি। ভূবনেশ্বর হোস্টেলের ছাদের কংক্রিটের ছাউনি উড়ে গিয়েছে ঝড়ে।

পুরীতে ঝড় ও বৃষ্টির চোটে চারপাশে ঘন অন্ধকার। চারপাশে ছড়িয়েছিটিয়ে পড়েছে জিনিসপত্র।

কোথাও আবার উল্টে গিয়েছে বাস।

এক জায়গায় আবার মাটিতে লুটিয়ে পড়েছে সুবিশাল ক্রেন।

 

প্রতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে পুরীতে হানা দেয় ঝড়। ধীরে ধীরে তা কমে আসে। জলে ডুবে গিয়েছে বহু জায়গা। বহু গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে মাটির বহু বাড়ি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে ১১ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

https://twitter.com/i/status/1124240019172892672

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!