জাহ্নবীর গোপন খবর ফাঁস! - Mati News
Friday, December 5

জাহ্নবীর গোপন খবর ফাঁস!

জাহ্নবীর

জাহ্নবীর গোপন খবর ফাঁস!

বলিউডের কিংবদন্তি চিত্রনায়িকা প্রয়াত শ্রীদেবী আর প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর এরই মধ্যে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। এবার ছোট মেয়ে খুশি কাপুরের পালা। এর আগে আলোকচিত্রে তাঁকে দেখা গেছে মা, বাবা কিংবা বোনের সঙ্গে। কিন্তু বড় পর্দা কিংবা ছোট পর্দায় দেখা যায়নি তাঁকে। জাহ্নবীর অভিনয় নিয়ে শ্রীদেবীর যতটা আগ্রহ ছিল, খুশির ব্যাপারে কিন্তু ততটা দেখা যায়নি। তবে বড় পর্দায় জাহ্নবীর অভিষেকের পর বলিউডের একাধিক জনপ্রিয় নির্মাতা তাঁদের ছবির জন্য খুশিকে নিয়ে ভেবেছেন।

এবার খুশির ধীরে ধীরে পা ফেলার পালা। জাহ্নবীর পাশাপাশি খুশিকেও জানতে চান দর্শক। আর তা বেশ বুঝতে পেরেছেন বলিউড তারকা ও ছোট পর্দার অন্যতম জনপ্রিয় সঞ্চালক নেহা ধুপিয়া। কালারস ইনফিনিটি চ্যানেলে নেহা ধুপিয়া তাঁর ‘বিএফএফএস উইথ ভোগ’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন দুই বোনকে। জানা গেছে, এবারই প্রথম কোনো টিভি অনুষ্ঠানে এসেছেন খুশি কাপুর। আর এই অনুষ্ঠানে দুই বোন একে অপরের অনেক গোপন খবর ফাঁস করেছেন।

 

নেহা ধুপিয়া তাঁর চ্যাট শো ‘বিএফএফএস উইথ ভোগ’-এর তৃতীয় সিজনের প্রথম অনুষ্ঠানের টিজার প্রকাশ করেছেন। খুশি কাপুরকে সেখানে দেখা গেছে খুশি খুশি মেজাজে। বললেন, ‘এটাই আমার প্রথম ক্যামেরার সামনে কথা বলা।’ এরপর ফাঁস করে দেন অনেক কিছু। এই যেমন, জাহ্নবী কাপুর নাকি ১২ বছর পর্যন্ত দুধের বোতল নিয়ে ঘুরতেন! অর্থাৎ বড় হয়েও তিনি ফিডারে দুধ খেয়েছেন। এটুকু বলেই ক্ষান্ত হননি খুশি। জানিয়েছেন, জাহ্নবী ঘুমের ঘোরেও সিনেমার সংলাপ বলেন! খুশির এসব কথায় এতটুকু বিরক্ত হননি জাহ্নবী।

https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR2b8w7fdQZRbC9ymb8YOuwvgz6_M7oVDYTqtclHclpRns0WbSsMs6eA_-w

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *