প্রচুর ফ্লার্ট করেন জাহ্নবী - Mati News
Sunday, December 14

প্রচুর ফ্লার্ট করেন জাহ্নবী

জাহ্নবী

প্রচুর ফ্লার্ট করেন বলে জানালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী । সম্প্রতি একটি চ্যাট শোতে গিয়ে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন নায়িকা। তার প্রথম অনস্ক্রিন নায়ক ঈশান খট্টরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। না! সে সব নিয়ে মুখ না খুললেও জাহ্নবী সোজাসুজি জানিয়েছেন, তিনি নাকি ফ্লার্ট করতে ভালবাসেন। জাহ্নবীর কথায়, আমার মনে হয় আমি প্রচুর ফ্লার্ট করি। সে সময় আমি কে, তা ভাবি না। জাস্ট ফ্লার্ট করে যাই। তবে দূরত্ব বজায় রাখি।

আরো পড়ুন : নগ্নতায় হিন্দির থেকে এগিয়ে কলকাতার বাংলা সিনেমা

‘ধড়ক’-এ জাহ্নবীর পারফরম্যান্স পছন্দ করেছিলেন দর্শক। শ্রীদেবী প্রয়াত হওয়ার পর যেন তার মেয়েকে নিয়ে অনুরাগীদের উৎসাহ অনেক বেশি। খুব বেছে বেছে ছবি করার সিদ্ধান্ত নিচ্ছেন শ্রীদেবীর প্রিয় জানু। ক্যরিয়ারের পাশাপাশি জাহ্নবীর ব্যক্তিগত জীবন নিয়েও উৎসাহ রয়েছে দর্শকের। এই মুহূর্তে ‘কার্গিল গার্ল’-এর শুটিংয়ে ব্যস্ত জাহ্নবী। সব কিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে সেই ছবি।

যৌবন ধরে রাখতে খেতে পারেন এই খাবারগুলো

 

https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&fbclid=IwAR3z4khCVDplPeW82uekBSv5jiyLhadx-fo2N86SMW-7G-T1_2Cl7T8XEQg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *